বেটনোভেট সি ক্রিম এর কাজ কি

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। বিগতদিনগুলির মতো আজকেও আমরা আপনাদের সামনে বেটনোভেট সি ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে বেটনোভেট সি ক্রিম এর কাজ কি ও বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো আপনি আপনারা কি বেটনোভেট সি ক্রিম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়ে আমাদের এই আর্টিকেলে এসেছেন? তাহলে এই পোষ্টটি আপনার জন্য উপকার হতে চলেছে।
বেটনোভেট সি ক্রিম এর কাজ কি

কেননা এই আর্টিকেলটি যদি আপনারা অবহেলা না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়েন, তাহলে বেটনোভেট সি ক্রিম এর কাজ কি তা জানার পাশাপাশি বেটনোভেট সি ক্রিম এর ব্যবহার, এর উপকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদিসহ আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তাই আমার মনে হয় একেবারেই অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নেওয়া।

ভূমিকা - বেটনোভেট সি ক্রিম

আমরা অনেকেই এই বেটনোভেট সি ক্রিম এর নাম শুনেছি। এই ক্রিমে রয়েছে বেটামেথাসোন নামক শক্তিশালী কর্টিকোস্টেরয়েড যা মূলত আমাদের দেহের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এজন্য এই ক্রিমের উপকারিতা পাওয়ার লক্ষ্যে আমরা অনেকেই এই বেটনোভেট সি ব্যবহার করে থাকি।

আপনারা অনেকেই এই বেটনোভেট সি ক্রিম সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন। তাই আজকের আমরা এই ক্রিম সম্পর্কে আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যা জেনে উপকৃত হতে পারবেন। তাহলে চলুন আর রতিরিক্ত কথা না বাড়িয়ে মূল টপিকে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব যে বেটনোভেট সি কিসের ওষুধ সেই সম্পর্কে।

বেটনোভেট সি কিসের ওষুধ

আপনি কি জানেন বেটনোভেট সি ক্রিম কিসের ওষুধ অথবা আমাদের দেহের কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি জেনে না থাকেন তাহলে আমাদের পোষ্টের এই অংশটি মনযোগ সহকাড়ে পড়ুন। এই ক্রিমটি মূলত আমাদের ত্বকের বিভিন্ন ধরণের সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন-
  • ত্বকের প্রদাহ
  • ত্বকের ফোলাভাব 
  • চুলকানি নিয়ন্ত্রণে
  • ত্বকের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায়
  • ত্বকে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে
  • অন্যান্য ত্বকের অবস্থার জন্য ব্যবহৃত হয় ইত্যাদি।
যারা ত্বকের সমস্যায় ভোগেন, তারা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই বেটনোভেট সি ক্রিম ব্যবহার করেন, তাহলে তার ত্বকের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। তো আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট সি কিসের ওষুধ তা জানতে পেরেছেন। এবার চলুন, বেটনোভেট সি ক্রিম এর কাজ কি তা জেনে নেই।

বেটনোভেট সি ক্রিম এর কাজ ক

বেটনোভেট সি ক্রিম এর কাজ হচ্ছে ত্বকের বিভিন্ন জটিল অবস্থা দূর করা। কারও চামড়ার উপরে যদি চুলঅকানি দেখা দেয় তাহলে চামড়ার উপরের চুলকানি সারাতে কাজ করে। এছাড়াও শুকনো ও খাটা চামড়া ক্লিন করতে সহায়তা করে এর পাশাপাশি চামড়া ভালোভাবে জোড়া লাগাতে পারে।

তাছাড়াও বেটনোভেট সি ক্রিম ক্রন রোগ ও লেউকেমিয়া মাল্টিপল চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ক্রিমটি এলার্জি উপসর্গ ও সোরিয়াসিস যেমন ডার্মাটাইসিস রক্তের রোগ অ্যানজি, এডিমা  রোগেও ব্যবহার করা হয়। এছাড়াও এটি আমাদের দেহের বিভিন্ন প্রকারের সমস্যার ব্যবহার করা যায়।

আবার যেসব মানুষের শরীরে প্রচূর পরিমাণে মুখে ব্রণ দেখা দেয় তাদের ক্ষেত্রেও এই ক্রিমটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট সি ক্রিম এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন, বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে তা জেনে নেই।

বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছি। সাধারনত বেটনোভেট-সি ক্রিম মোট দুটি প্রধান উপাদান, বেটামেথাসোন এবং ক্লিওকুইনল রয়েছে। 

এটি ত্বকের বিভিন্ন ফোলাভাব, লালভাব এবং চুলকানি কমাতে সাহায্য করে থাকে। অন্যদিকে, ক্লিওকুইনল হচ্ছে একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট (Antimicrobial agents) যা আমাদের দেহের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তাকে।

যখন বেটনোভেট-সি ক্রিম আক্রান্ত স্থানে লাগানো হয় তখন প্রদাহ, চুলকানি এবং ব্যাকটেরিয়া বা ছত্রাকের বৃদ্ধি কমাতে বেটামেথাসোন এবং ক্লিওকুইনল একসাথে কাজ করে। আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে জানতে পেরেছেন। এবার চলুন বেটনোভেট সি ক্রিম এর ব্যবহারগুলো জেনে নেই।

বেটনোভেট সি ক্রিম এর ব্যবহার

বেটনোভের সি ক্রিম এমন একটি একটি ক্রিম যা শুধু ত্বকের বাইরে ব্যবহারযোগ্য। প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ভালোভাবে আক্রান্ত স্থান পরিষ্কার করে নিন। এরপর যেগুলো জায়গায় দাগ রয়েছে শুধুমাত্র সেসব জায়গায় এই ক্রিমটি লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন।

এছাড়া আপনি একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্রিম ব্যবহার করুন। কারণ আপনার দেহে দাগের ওপর নির্ভর করে ব্যবহার বাড়তে পারে। তাই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিবেন।

এই ক্রিম আমাদের সকলকেই সাবধান ও সচেতনতার সাথে ব্যবহার করতে হবে। এই ক্রিম চোখ কিংবা ছোট বাচ্চাদের চোখের নাগালে গেলে চোখের অনেক খারাপ প্রভাব ফেলতে পারে যার ফলে অনেক ক্ষতি করতে পারে। আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট সি ক্রিম এর ব্যবহার জানতে পেরেছেন। এবার চলুন বেটনোভেট সি ক্রিম এর উপকারিতাগুলো জেনে নেই।

বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা

আপনি যখন কোন সমস্যা নিরাময়ের জন্য ক্রিম ব্যবহার করবেন তার আগে অবশ্যই সেই ক্রিমের উপকারিতা গুলো জেনে নিতে হবে। কারন এর উপকারিতা গুলো জানা থাকলে পরবর্তীতে ব্যবহারে সুবিধা হবে। এই ক্রিম আমাদের দেহের বাহ্যিক অংশে ব্যবহার হয়ে থাকে।

এই ক্রিম মুখমন্ডলের ব্রণ থেকে সৃষ্টি সবরকম দাগ দূর করতে পারে। আবার কারও মুখে মেছতার দাগ থাকলে এই ক্রিম নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়। এছারাও এই ক্রিম আমাদের ত্বকের যেকোন ধরনের কাটা দাগ দূর করে থাকে। এই ক্রিমটি আমাদের ত্বকের জ্বালাপোড়া থেকে শুরু করে প্রদাহ বিরোধীর কাজ করে যা মুখমণ্ডলের ব্রনের দাগ ও মেছতা দাগ দূর করতে সহায়তা পায়। 
 
এছাড়াও যাদের মুখে প্রচ্চূর পরিমাণে কালো দাগ রয়েছে এক্ষেত্রে এই ক্রিম ব্যবহারে অনেক উপকারে আসে। তাছাড়াও যেমন ডার্মাটাইসিস রক্তের রোগ, হাঁপানি এলার্জি ও অ্যানিমা চোখের রোগে বেশ ভালো উপকার পাওয়া যায়। তবে এই ক্রিম অনেক সাবধানের সাথে ব্যবহার করতে হবে। 

কারণ বেটনোভেট সি ক্রিম ব্যবহারে উপকারিতার পাশাপাশি অনেক ক্ষতিকর দিকও আছে। আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট সি ক্রিম এর উপকারিতাগুলি জানতে পেরেছেন। এবার চলুন বেটনোভেট সি এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই।

বেটনোভেট সি এর পার্শ্ব প্রতিক্রিয়া

আমরা হয়তো জানি যে প্রত্যেক ওষুধ বা ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। বেটনোভেট সি ক্রিম ব্যবহার করার ফলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে ত্বকের ফুসকুড়ি, গরম বা জ্বলন্ত সংবেদন ও চুলকানি। এছাড়াও
  • ত্বক পাতলা হওয়া
  • প্রসারিত চিহ্নের উপস্থিতি
  • ত্বকের রঙের পরিবর্তন
  • চুলের বৃদ্ধি বৃদ্ধি এবং
  • ত্বকের নীচে রক্তনালীগুলির উপস্থিতি ইত্যাদি।
বেটনোভেট-সি ক্রিম দীর্ঘদিন ব্যবহারে:
  • ওজন বৃদ্ধি
  • মুখের গোলাকার
  • স্থূলতা এবং
  • ত্বক কুঁচকে যাওয়া ইত্যাদি।
আপনি যদি অস্পষ্ট দৃষ্টি অনুভব করেন তবে আপনাকে চর্মরোগ বিশেষজ্ঞ বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করেত হবে। এছাড়া মুখে ক্রিম লাগানোর সময়, দীর্ঘদিন ব্যবহার করা থেকে সতর্ক থাকুন। কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বক পাতলা হতে পারে।

আবার পায়ের আশেপাশে একজিমা এই ক্রিম ব্যবহারে আপনার দেহে অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়তে পারে। তাই আপনি যদি Betnovate-C ক্রিম ব্যবহার করে জটিল বা খুব খারাপ ক্ষতিকর প্রভাব আপনার দেহে খেয়াল করেন, তাহলে চর্মরোগ ডাক্তারের সাথে এ বিষয়ে আলোচনা করে সমাধান নিতে হবে। 

বেটনোভেট সি ক্রিম এর দাম কত

আপনারা অনেকেই বেটনোভেট সি ক্রিম এর দাম জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই অংশে আমরা এই ক্রিমের দাম কত সেটা জানানোর চেষ্টা করেছি। প্রতিটা ওষুধ বা ক্রিমেরই একটি নির্দিষ্ট মূল্য থাকে। ফার্মেসি বা যেকোন সুপারশপ থেকে এই ক্রিম প্রতি ২০ গ্রামের মূল্য ১৫০ থেকে ১৬০ টাকা নিতে পারে।

এই ক্রিমের দাম অনেক সময় জায়গা ভেদে পরিবর্তন হয়ে থাকে। আশা করছি আপনারা এই অংশ থেকে বেটনোভেট সি ক্রিম এর দাম কত তা জানতে পেরেছেন। এবার চলুন বেটনোভেট সি কি মুখে লাগানো ভালো কিনা তা জেনে নেই।

বেটনোভেট সি ক্রিম কি মুখে লাগানো ভালো?

আপনারা অনেকেই হয়তো জানেন না যে বেটনোভেট সি ক্রিম মুখে লাগানো ভালো হবে কিনা। তাই আমরা পোষ্টের এই পাঠে এই বিষয়ে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিব। মূলত আমাদের মুখের ত্বক খুবই সংবেদনশীল। তাই আপনি যদি সরাসরি মুখের উপর এই ক্রিম ব্যবহার করতে চান, তাহলে তার আগে  একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। 

লেখকের শেষ মন্তব্যঃ বেটনোভেট সি ক্রিম এর কাজ কি

আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদের বেটনোভেট সি ক্রিম সম্পর্কে জানানোর বা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখানে বেটনোভেট সি ক্রিম এর কাজ কিবেটনোভেট সি ক্রিম এর উপকারিতাবেটনোভেট সি এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদিসহ এর বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনারা টোফেন সিরাপ সম্পর্কে জেনে উপকৃত হতে পেরেছেন।

বেটনোভেট সি ক্রিম সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই বেটনোভেট সি ক্রিম সম্পর্কে বিস্তারিত অজানা তথ্যগুলো জানতে পারবেন। বিভিন্ন রোগ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় ও জরুরি তথ্য পেতে আমাদের টিপস অ্যাকটিভ সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url