এমিলিন ১০ বেশি খেলে কি হয়
আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা ভালোই আছেন। আপনি কি
প্রতিনিয়ত শুষ্কতা, দৃষ্টি ব্যাঘাত জনিত, এবং মাথাব্যথা জনিত সমস্যায় থেকে এমিলিন
১০ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চেয়ে আমাদের ওয়েবসাইটে এসেছেন? তাহলে আপনি
এখন সঠিন জায়গাতেই এসেছেন। আজকে মূলত আমরা তাদের সুবিধার কথা চিন্তা ভাবনা করেই
এই আর্টিকেলে পোষ্টে এমিলিন ১০ ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি তুলে
ধরার চেষ্টা করেছি।
প্রিয় বন্ধুরা আপনি যদি এই আর্টিকেলটি অবহেলা না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত
পড়েন, তাহলে এমিলিন ১০ বেশি খেলে কি হয় তা জেনে নেয়ার পাশাপাশি এমিলিন ১০ কিসের
ওষুধ, এমিলিন ১০ এর কাজ কি, এমিলিন ১০ এর
পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদিসহ আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয়
গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন।
উপস্থাপনা - এমিলিন ১০
এমিলিন ট্যাবলেট দৈনন্দিন জীবনে আমরা অনেকেই এই ওষুধ সেবন করে থাকি। এছাড়াও
আমরা অনেকেই এমিলিন ট্যাবলেট সম্পর্কে কমবেশি পরিচিত। এই ট্যাবলেটটি
সাধারনত অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। এর গ্রুপ নাম
হচ্ছে এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড।
আপনারা অনেকেই এই এমিলিন ওষুধ সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আজকের এই পোষ্টে
এমিলিন ১০ ওষুধ নিয়ে সকল ধরনের তথ্য তুলে ধরেছি। আশা করছি এই ওষুধ
সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তবে আজকে আলোচনা শুরু করার আগে আপনাকে একটি
বিষয়ে সচেতন করব।
সেটা হচ্ছে এমিলিন ট্যাবলেট ডাক্তার কর্তৃক নির্দেশিত তাই এই ওষুধ সেবন করার
পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এবার চলুন,
আর অতিরিক্ত কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক।
আমরা প্রথমে এমিলিন ১০ কিসের ওষুধ সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব।
এমিলিন ১০ কিসের ওষুধ
আপনারা অনেকেই amilin 10 কিসে ওষুধ সেটা জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই অংশে এই
বিষয়ে তুলে ধরেছি। এটি সাধারণত একটি ট্রাইসাইক্লিক ঔষধ যার এন্টিকোলিনারজিক এবং
বিষন্নতা রোগীদের ক্ষেত্রে উপযোগী।
- বিষন্নতা জনিত অসুস্থতা
- মানসিক দুশ্চিন্তা জনিত সমস্যা
- মাইগ্রেনজনিত সমস্যার ক্ষেত্রে
- প্যানিক ডিসঅর্ডার
- উদ্বেগজনিত ব্যাধি
- আশাহীনতা ও অসহায়ত্ব বোধের ক্ষেত্রে
- শারীরিক যন্ত্রণা ও ব্যথার ক্ষেত্রে
- মূত্রের বেগ ধারণে অক্ষমতা
- অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার
- ক্ষুধামন্দা, মাথাব্যথা ও হজমের সমস্যার ক্ষেত্রে
- অনেক ক্ষেত্রে ঘুমের সমস্যা থাকলে ইত্যাদি।
মূলত উপরোক্ত উল্লেখিত সমস্যাগুলোর ক্ষেত্রে এমিলিন ১০ ট্যাবলেট ব্যবহার হয়ে
থাকে। তবে মনে রাখবেন এই ওষুধ শুধু চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী
ব্যবহারযোগ্য। আশা করি আপনারা এই অংশ থেকে এমিলিন ১০ কিসের ওষুধ তা জানতে পেরেছেন।
এমিলিন ২৫ কিসের ওষুধ
এই ওষুধ আমাদের মস্তিষ্কের রাসায়নিক কার্যকলাপ বৃদ্ধি দ্বারা কাজ করে থাকে।
যার ফলে মস্তিষ্কের নিউরন গুলো শান্ত থাকে। এছাড়াও এমিলিন ২৫ মিগ্রা বিভিন্ন
রোগ বা সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন
- মাইগ্রেন প্রতিরোধ
- দুঃশ্চিন্তা জনিত মাথাব্যথা
- দীর্ঘমেয়াদী ব্যাথা
- বিষণ্ণতা (বিশেষ করে ঘুমের প্রয়োজনের ক্ষেত্রে)
- শিশুদের রাত্রিতে বিছানায় মূত্রত্যাগ ইত্যাদি।
এমিলিন ১০ এর কাজ কি
এমিলিন হলো মূলত একটি অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ। এটি মূলত আপনার মস্তিষ্কের
সেরোটোনিন এবং নোরপাইনফ্রিন এর মাত্রা বাড়িয়ে কাজ করে থাকে। সেরোটোনিন,
নোরপাইনফ্রিন মানসিক অবস্থা উপর এবং অন্যান্য শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এমিলিন গ্রহণ করার ফলে ঘুম ঘুম ভাব হয়ে থাকে, শুষ্ক মুখ, দৃষ্টি ব্যাঘাত জনিত,
এবং মাথাব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে । আশা
করি আপনারা এই অংশ থেকে এমিলিন ১০ এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন,
এমিলিন ১০ বেশি খেলে কি হয় তা জেনে নেওয়া যাক।
এমিলিন ১০ বেশি খেলে কি হয়
আমরা এ পর্যায়ে এমিলিন ১০ বেশি খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে
নিব। এমিলিন ১০ মিলিগ্রাম ট্যাবলেট বেশি খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের
সমস্যা দেখা দিতে পারে যেমন-
- রক্ত চাপ কমে যেতে পারে
- সিনকোপ দেখা দিতে পারে
- মুখ শুকিয়ে যেতে পারে
- মাথা ঘোরানো
- বমি বমি ভাব বা বমি হওয়া
- কোষ্ঠকাঠিন্য হতে পারে
- বুক ধড়ফড় করে থাকে
- হেলুসিনেশন দেখা দেয়
- আলোক সংবেদনশীলতা
- চোখে ঝাপসা দেখা
- মাথা ঝিম ঝিম করতে পারে
- দুর্বলতা ভাব হতে পারে
- অবসাদ অনুভূত হওয়া
- প্রস্রাব করতে সমস্যা হতে পারে
- ওজন কমে যাওয়া ইত্যাদি।
এমিলিন ১০ বেশি খেলে মূলত প্রাথমিক অবস্থায় উপরোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে।
এছাড়াও আরও নানান ধরনের গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই ওওষধ বেশি
খাওয়ার আগে সকলেই ক্ষতির দিকগুলো নিয়ে সচেতন থাকতে হবে। আশা করি আপনারা এই অংশ
থেকে এমিলিন ১০ বেশি খেলে কি হয় তা জানতে পেরেছেন। এবার চলুন, এমিলিন ১০
খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক।
এমিলিন ১০ খাওয়ার নিয়ম
এমিলিন ওষুধ খেয়ে কার্যকরী ফলাফল পেতে হলে খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে। কেননা
কেউ যদি সঠিক নিয়ম অনুযায়ী না সেবন করে তাহলে কোন ফলাফল পাবেন না বরং দেহে
বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এমিলি ন ওষুধ খাওয়ার
নিয়ম জেনে নেওয়া জরুরী।
- বিষন্নতার ক্ষেত্রে ২৫ থেকে ৫০ মিলিগ্রাম প্রতিদিন একটি করে ভরা পেটে খেতে হয়।
- রাত্রিকালীন মূত্র ত্যাগের ক্ষেত্রে শিশুদের (৬ থেকে ১০ বছর বয়স) ক্ষেত্রে প্রতিদিন ১ টা করে ভরা পেটে সেবন করাতে হয়।
- এছাড়া যাদের বয়স ১১ থেকে ১৬ বছর তাদের ক্ষেত্রে প্রতিদিন ১ টা ঘুমানোর আগে ভরা পেটে খেতে হয়।
মনে রাখাটা জরুরি যে এই ওষুধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই একজন
বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। এরপরে তার দেওয়া নিয়ম
অনুযায়ী যথাযথভাবে এই ওষুধ সেবন করবেন। কেননা ওষুধের ডোজ মূলত আপনার দেহের
অবস্থা ও বয়সের নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে।
তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি। তবে আপনি যদি কোন
কারণে আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী ওষুধ খেয়ে কোন ক্ষতিকর প্রভাব পড়ে তাহলে
টিপস অ্যাকটিভ ওয়েবসাইটের এডমিন দায়ী থাকবে না। কারণ আমরা আপনাকে তথ্য প্রদান
করি নির্দেশনা দেয় না। তো আশা করি আপনারা এই অংশ থেকে বাচ্চাদের এমিলিন ১০
খাওয়ার সঠিক নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, এমিলিন ১০ এর
পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেওয়া যাক।
এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রতিটা মেডিসিনের কার্যকরী উপকারিতা থাকার পাশাপাশি অতিমাত্রায় বা নিয়ম
অনুযায়ী না খেলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণ করা যেতে পারে। তেমনি
এমিলিন ১০ অবশ্যই তার ব্যতিক্রম নয়। এই ওষুধের বেশ কয়েকটি
পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেগুলো হচ্ছে-
- রক্ত চাপ কমে যাওয়া
- সিনকোপ
- মুখ শুকিয়ে যাওয়া
- মাথা ঘোরা
- বমি বমি ভাব
- কোষ্ঠকাঠিন্য
- বুক ধড়ফড় করা
- হেলুসিনেশন
- আলোক সংবেদনশীলতা
- চোখে ঝাপসা দেখা
- মাথা ঝিম ঝিম করা
- দুর্বলতা
- অবসাদ
- কনফিউশন
- প্রস্রাব করতে সমস্যা হওয়া
- ওজন কমে যাওয়া ইত্যাদি।
উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা না-ও দিতে পারে। তবে
শরীরে যদি গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব দেখা দেয় তাহলে এর
অবিলম্বে যত দ্রুত সম্ভব ডাক্তার এর সাথে পরামর্শ করুন। আশা করি আপনারা এই অংশ থেকে এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানতে পেরেছেন। এবার চলুন, এমিলিন ২৫ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে নেওয়া যাক।
এমিলিন ২৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া
এমিলিন ১০ মিলি ওষুধের ক্ষতিকর প্রভাব থাকার পাশাপাশি এমিলিন ২৫ মিলিগ্রাম
ওষুধেরও বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এমিলিন ২৫ খাওতার আগে আমাদের এর
পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে রাখা উচিত। এমিলিন ২৫ মিলিগ্রাম ওষুধের
পার্শ্বপ্রতিক্রিয়াগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ
এন্টিকোলিনারজিক:
- শুষ্ক গলা
- ঝাপসা দৃষ্টি
- ইউরিনারি রিটেনশন
- অতিরিক্ত স্বেদ
- অত্যধিক জ্বর
- মুত্রনালীর প্রসারণ ইত্যাদি।
কার্ডিওভাসকুলার রিঅ্যাকশন:
- নিম্ন রক্তচাপ
- উচ্চ রক্তচাপ
- বুক ধড়ফড় ইত্যাদি।
অ্যালার্জিক:
- চুলকানি
- অস্থিমজ্জা কমে যাওয়া
- ফটোসেনসিটাইজেশন আরটিক্যারিয়া ইত্যাদি।
এমিলিন ১০ এর দাম কত
এমিলিন ১০ মূলত শুষ্কতা মাথাব্যথা জনিত সমস্যা, দৃষ্টি ব্যাঘাত জনিত এবং
মাইগ্রেন জনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ওষুধ সুনামধন্য অপসোনিন
ফার্মা লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। এর জেনেরিক বা গ্রুপ নাম হচ্ছে
এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড।
অনেকেরই এই ওষুধের দাম জানা নেই চলুন তাহলে এমিলিন ১০ এর দাম কত তা জেনে
নেই। এমিলিন ১০ মিলিগ্রাম প্রতি পিচ ট্যাবলেট এর মূল্য হচ্ছে প্রায় ১ টাকা এবং
এমিলিন ২৫ মিলিগ্রাম প্রতি পিচ ট্যাবলেট এর মূল্য হচ্ছে প্রায় ২ টাকা। এই ওষুধ
বক্স আকারে নিলে দাম কিছুটা কম নিতে পারে।
ওষুধের দাম সঠিকভাবে নির্ধারণ করে বলা মুশকিল। কেননা এইগুলো ওষুধের দাম যে কোন
সময় কম বেশি হয়ে থাকে। আপনি যেকোনো ফার্মেসি থেকে এই ওষুধ ক্রয় করতে পারেবেন।
তবে মনে রাখবেন এই ওষুধ শুধুমাত্র একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী
নির্দেশিত। এজন্য আপনাকে ডাক্তার এর পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে
হবে।
লেখকের শেষ মন্তব্যঃ এমিলিন ১০ বেশি খেলে কি হয়
আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে আমরা এমিলিন ১০ ট্যাবলেট সম্পর্কে তুলে ধরার
চেষ্টা করেছি। আমরা এখানে এমিলিন ১০ বেশি খেলে কি হয়, এমিলিন ১০ খাওয়ার নিয়ম,
এমিলিন ১০ পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদিসহ এর বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে
জানানোর চেষ্টা করেছি। তো আশা করা যায় আপনারা ইতিমধ্যে এই ওষুধের যাবতীয় তথ্য
জানতে পেরেছেন।
এমিলিন ১০ ট্যাবলেট সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের
মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই এমিলিন ১০ ট্যাবলেটসম্পর্কে বিস্তারিত
অজানা তথ্যগুলো জানতে পারবেন। বিভিন্ন রোগ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় ও
জরুরি তথ্য পেতে আমাদের টিপস অ্যাকটিভ সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন।
ধন্যবাদ।
